রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯৮


৭৮৯
রাত্রি যেন হয় না প্রভাত ঘনায় নিবিড় অন্ধকার
অরুণোদয় দেখার আশা হলো না আর পূরণ তাঁর।
কুরে কুরে যাচ্ছে খেয়ে একটি মাত্র ঘূণপোকা
রুদ্ধ ঘরেই কাটবে জীবন নীরব র'বে বীণার তার।


৭৯০
আমি তো ছার তোমায় দেখে উর্বশীও হতবাক
চিত্রলেখা, দেখলে তোমায় দেবতারও লাগত তাক।
তবুও তো মন পেয়েছি, 'ভালবাসি' বললে যেই
কী অবস্থা হয়েছিল বলব পরে এখন থাক।


৭৯১
এমন কোথাও থাকো তুমি যেন তোমায় দেখতে পাই
নাইবা হল তোমায় পাওয়া তাতে কোনও দুঃখ নাই।
ওটাই আমার বাঁচার রসদ হই না যেন বঞ্চিত
সান্ত্বনা পাই ভেবে এটাই, 'পাই না আমরা যে যা চাই'।


৭৯২
চোখের পাতা অবাধ্য বেশ ক্ষণে ক্ষণে দেয় বাধা
পলক ফেলতে চাই না আমি যখন আসে শ্রীরাধা।
ও যে আমার বনহরিণী নিমেষে যায় অনেক দূর
চোখের পাতা দুষ্টু ভারি লাগাবেই সে ঠিক ধাঁধা।


© অজিত কুমার কর