রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯৯


৭৯৩
চোখ খুললেই শূন্য ভুবন বন্ধ করলে হাজির হও
সামনে এসে প্রমাণ কর সত্যি তুমি দুষ্টু নও।
চালাকিটা শিখেছ বেশ খেলিয়ে যাচ্ছ টোপ ফেলে
রহস্যদের করতে ব্যর্থ ধরাছোঁয়ার বাইরে রও।


৭৯৪
চিত্রলেখা চিত্রলেখা মন্দাকিনী উর্বশী
গোধূলির লাল সূর্য তুমি রজনীতে নীল শশী।
স্বচ্ছ জলে প্রতিবিম্ব ঢেউয়ের বুকে হারিয়ে যায়
আমার চোখে চিরকালই অনূঢ়া এক ষোড়শী।


৭৯৫
সুখে থেকো দুখেও থেকো পাশে আমার সবসময়
এই মিনতি তোমার কাছে রইলে পাশে পালায় ভয়।
উজ্জীবনের মন্ত্র তুমি জোগাও যদি এই প্রাণে
কাজকর্মে আসবে গতি এভারেস্টও ক'রব জয়।


৭৯৬
আমি ছোট্টো শিশিরবিন্দু ফেলবে কোথায় দায় তোমার
শালুকপাতায় ফেল প্রভু মিটবে তবে সাধ আমার।
মুক্তা হব আলোর স্পর্শে যদিও আয়ু স্বল্পকাল
তবুও জীবের মন রাঙাব, 'কী অপূর্ব চমৎকার!'


© অজিত কুমার কর