রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০০


৭৯৭
যখন তোমার মনে হবে সহ্য করা অসম্ভব
আমাকে তা জানাও আগে সমস্যা দূর ক'রব সব।
বটবৃক্ষের ছায়াতে পায় সব বিহঙ্গ অপার সুখ
গাছের কাছে ফল ভারি নয় জন্মদাত্রীর তা গৌরব।


৭৯৮
সত্য হতে বিচ্যুত নন মহান জ্ঞানী সক্রেটিস
মিথ্যা অপবাদের শিকার খেতে হল মারণ বিষ।
সত্যপথে গোনাগুনতি ক'জনার রয় উচ্চ শির
গ্যালিলিরও বন্দিজীবন কত কষ্ট অহর্নিশ।


৭৯৯
সত্যের পথ মানবশূন্য আছে পাখি গাছপালা
লোক গিজগিজ অসত্য পথ কোলাহলে কান কালা।
সত্যের পথ বড় দুর্গম সহিষ্ণুতার পরীক্ষা
সত্য মিথ্যা মর্জিমাফিক সত্যপথে খুব জ্বালা।


৮০০
এটি আমার পুষ্পাঙ্গন, এ শিল্প এক রমনীর
নিত্য তিনি এ কাজ করেন নির্জনতায় মনস্থির।
কোমল করের কারুকার্য মনোহরণ নান্দনিক
সুবাস ছড়ায় সুগন্ধি ফুল পত্রপুষ্প প্রকৃতির।


© অজিত কুমার কর