রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০১


৮০১
এক নয়নে বারিধারা প্রখর সূর্য অন্যটায়
রামধনু এক উঠল ভেসে রাতের গাঢ় তমিস্রায়।
স্নেহ হতে বঞ্চিত নয়, বুভুক্ষু তাঁর আত্মজ
রাস্তা বড় বিপদসংকুল জয় করবে অন্তরায়।


৮০২
সারাটাদিন স্বপ্ন আঁকি রাত্রে দেখি রামধনু
কোথায় তুমি দীনবন্ধু, দৃশ্যমান নয় শ্রীতনু।
সবার ভিতর আছ তুমি তবু কেন অপ্রকট
বক্ষ চিরে দেখিয়েছিল তোমার ছবি বীর হনু।


৮০৩
প্রাঙ্গণে রোজ আলপনা দেয় শেষ প্রহরে শেফালি
গভীর রাতে নয়নে মেলে আকাশে চাঁদ একফালি।
ঘুম পাড়াতে ওর জুড়ি নেই জাগাতেও পারঙ্গম
কখন আমি মালা দেব মুখ চেয়ে মা কালী।


৮০৪
একই নারী মা-ঠাকুমা বেদনা তাঁর অন্তহীন
পঙ্গু হয়ে শয্যাশায়ী অতি কষ্টে কাটছে দিন।
আপনজনের দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে রোজ
এভাবেই শোধ করছে বোধহয় মা-ঠাকুমার যত ঋণ।


© অজিত কুমার কর