রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০২


৮০৫
'ভালোবাসি', এই কথাটি বলতে আমি পারিনি
কুণ্ঠা থেকে আড়ষ্ট জিভ, ওগো প্রিয়দর্শিনী।
এই হৃদয়ে করবে বিরাজ রইব যতদিন ধরায়
দগ্ধ হচ্ছি বিরহতে বাজবে কখন কিঙ্কিণি।


৮০৬
রক্তমাংসের শরীর নিয়ে বাধে যত গন্ডগোল
ঠান্ডা হয়েও আবার গরম ওড়ে যখন ওর নিচোল।
নিবিড়ভাবে পাবার আশায় উড়ু উড়ু তখন মন
চন্দ্রালোকে দোলনাতে প্রিয়ার সাথে দোদুল দোল।


৮০৭
ওম পোহালে, প্রভাত হতেই কোথায় হলে নিরুদ্দেশ
আপন স্বার্থ বুঝলে শুধু ছড়িয়ে গেলে অশেষ ক্লেশ।
এভাবেই কি উড়ে বেড়াও আঁধার রাতে নির্জনে
রেখে গেলে এই হৃদয়ে এক সমুদ্র হাপিত্যেশ।


৮০৮
সকালবেলা নরম রোদে ফুলের সুবাস মন মাতায়
হাঁটছে সখী আমার পাশে ফুলের রেণু উড়ছে বায়।
মাঠের রাস্তা এবড়োখেবড়ো প্রিয়ার তনু টালমাটাল
সরষেফুলের পরাগ মেখে ঢলে ঢলে পড়ছে গা'য়।


© অজিত কুমার কর