রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০৩


৮০৯
ক্লান্তি যখন বুকের ভিতর ট্রেন ছুটছে কু-ঝিক-ঝিক
কোলাহলে মুখর কামরা পৌঁছে কখন নেইকো ঠিক।
থামার পরে ছাড়লো আবার পেরিয়ে যদি যায় স্টেশন
ভাবনা তখন নামবে কোথায় দেখবে চেয়ে চতুর্দিক।


৮১০
তোমায় দেখে পরান হুহু ওগো নীলমণিলতা
সমীরণে ভাসিয়ে দিলাম আমার প্রেমের বারতা।
আছো তুমি হৃদয়জুড়ে রইবে এমন জীবনভর
শুধু একবার দৃষ্টি হানো দেখছে না আমজনতা।


৮১১
তোকে দেখার বাসনা খুব কিন্তু তুই তো ফুড়ুৎফাই
পলক ফেলতে দিস না সময় ত্রিসীমানায় তখন নাই।
তাই তুলছি একটি ছবি আমার এ-মন-ক্যামেরায়
অষ্টপ্রহর চোখের পাতায়, ওতেই আমি সাধ মেটাই।


৮১২
সারাটা মাঠ হলদে এখন চতুর্দিকেই সরষেফুল
কোন গাছটায় বসেছিলাম চিনতে আমার হবেই ভুল।
উড়ে বেড়াই এদিক-ওদিক জানি না কে প্রতীক্ষায়
তবে তুমি সেই লায়লা প্রিয়র জন্য প্রাণ ব্যাকুল।


© অজিত কুমার কর