রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০৪


৮১৩
এক পলকেই বুঝে গেছি তোমার মনোবাসনা
মিষ্টি না টক যেমন বুঝি মুখে দিয়ে এক কণা।
বালুচরি পরেই এসো সরষেক্ষেতের কিনারায়
পৌঁছে যাব গোধূলিতে করো না আর জল্পনা।


৮১৪
তোর সাথে প্রেম জন্ম থেকেই ছিল না তো অন্তরায়
ডুবসাঁতারে পটু আমরা রূপ-যৌবন এখন গা'য়।
ওদিকে দেখ দিঘির পাড়ে জোড়ায় জোড়ায় গুঞ্জরণ
ফেব্রুয়ারির চোদ্দো যে আজ প্রেম-প্লাবনে গা-ভাষায়।


৮১৫
ফাগুন এলেই পরান হুহু নিসঙ্গতায় পুড়ছে মন
পথের পাশে জ্বলছে আগুন শীতল পরশ চাই এখন।
অবিশ্রান্ত ডাকছে কোকিল আমার মতোই নিঃসঙ্গ
এভাবেই কী কাটবে ফাগুন খাঁ-খাঁ করছে এই ভুবন।


৮১৬
সজল আঁখি বার্তাবহ নিঃসঙ্গতায় প্রাণ ব্যাকুল
ঋতুরাজের আগমনে ফোটে পলাশ-শাল-শিমুল।
কান পাতলেই শুনতে পাবে ফুলে অলির গুঞ্জরণ
আর বিলম্ব সয় না মোটেও বাড়াও কেন বক্ষশূল।


© অজিত কুমার কর