রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০৫


৮১৭
দিঘির বুকে শাপলা-শালুক পাড়ের 'পরে আমার ঘর
জলে নেমেই ফুল তুলি রোজ ঝিকিরমিকির রবির কর।
আসার জন্য আহ্বান জানাই বসতে দেব তাল-চাটাই
জিরেনকাটের রস খাওয়াবো গাঁয়ে আসতে কীসের ডর।


৮১৮
বসন্ত রং ছড়িয়ে দিল ডালে ডালে ফুলের গা'য়
প্রাণীদের প্রাণ নেচে ওঠে পাখির কূজন মন মাতায়।
কেউ চলে যায় পলাশবনে ফুলবিছানো ওদের পথ
গোধূলির রং পাতায় জলে ফুলের সুবাস দখিন বায়।


৮১৯
পদ্মপাতায় ঝিকিরমিকির দিনের প্রথম রোদ্দুরে
বসে আছে গঙ্গাফড়িং যেন বুড়ি থুত্থুরে।
কুঁড়ির ওপর আর কেউ নেই দুলছে হাওয়ায় ঠান্ডা পা
রাতের শিশির পাখনাতে তাঁর শীতল সমীর উত্তুরে।


৮২০
এ পথ দিয়েই আসবো আমি তা তো জানার কথা নয়
দেখছি তুমি স্থির নিশ্চিত আমার কাছে তা বিস্ময়।
ঝরল পলাশ শাখা থেকে কোয়েলাও তুলল সুর
সরলো আঁধার রাত পোহালো স্নিগ্ধ প্রভাত সূর্যোদয়।


© অজিত কুমার কর