রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০৭


৮২৫
বারেবারে তোমায় দেখি কেমন করে ফেরাই চোখ
তুমি আমার প্রাণভ্রমরা মন্দ বলছে বলুক লোক।
তোমাকেই তো ঠাঁই দিয়েছি আমার মনের মন্দিরে
তোমায় ছেড়ে চাই না যেতে মর্ত্যে যতই কষ্ট হোক।


৮২৬
মনের কথা রয় না চাপা পাখনা মেলে দেয় উড়াল
ছড়ায় তখন চতুর্দিকে উধাও তখন সব আড়াল।
খবর পেয়ে আসবে অলি শুরু হবে গুঞ্জরণ
লেখায় তখন আসবে গতি ভোর হয়েছে আকাশ লাল।


৮২৭
বেণীর সাথে দুলছে পিঠে একগুচ্ছ অমলতাস
ওইদিকে চোখ আটকে ছিল হৃদয়জুড়ে ফাগুন মাস।
আমার চোখে চোখ পড়তেই বিমল হাসি উপহার
বাড়িয়ে দিলাম চটজলদি ভালোবাসা এক আকাশ।


৮২৮
রুবাই-স্রোতে ভেসে যেতে আমার কিন্তু বেশ লাগে
মহান সাকি না-এর মাঝে ভাটিয়ালি সুর জাগে।
মৎস্যকন্যা শুনতে পেয়ে দিল আমায় দরশন
অমনি আকাশ-কানন-আনন উঠল রেঙে লাল ফাগে।


© অজিত কুমার কর