রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০৮


৮২৯
সুবাসভরা শিউলিমালা পরিয়ে দিলাম গলাতে
টুকটুকে লাল জবা দিয়ে শ্রদ্ধা জানাই প্রভাতে।
পাঠ করলাম তোমার সামনে স্বরচিত কবিতা
স্মরণ করি নিত্য তোমায় কলম যখন এই হাতে।


৮৩০
কোঁচড়ভরা খেজুর নিয়ে বসেছিলাম এইখানে
কত বিচি ফেলেছিলাম কী আনন্দ দুই প্রাণে।
একটিমাত্র গাছ গজাল ওতেও এবার ধরবে ফল
তুমি এলে জমবে দারুণ মধুর স্মৃতির সন্ধানে।


৮৩১
অমন চাউনি তুফান তোলে হৃদসাগরে নিরন্তর
পানসি আমার হাবুডুবু গহিন সাগর কোথায় চর।
তুমিই পার প্রাণ বাঁচাতে এদিকপানে বাড়াও হাত
দিনেও দেখছি তমসাময় অসীম বিশ্বচরাচর।


৮৩২
তুমি যদি না দাও সাড়া কে কাটাবে অন্ধকার
হারিয়ে যাব চিরতরে নিয়ে গ্লানি ব্যর্থতার।
হৃদয় তোমার নয়তো কঠোর জন্ম থেকেই তা জানি
আমার সাজির লাল গোলাপে পড়বে নাকি হাত তোমার?


© অজিত কুমার কর