রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২০৯


৮৩৩
খুশির ঝিলিক যূথীর ঠোঁটে জ্যৈষ্ঠমাসের বৃষ্টিতে
ভিজে ভিজে হাজির হলাম ভেজা ফুলের ঘ্রাণ নিতে।
বিস্মিত ও হয়নি মোটেও জানে আসবেই মধুকর
মেঘের ফাঁকে উঠল রবি বৃষ্টিফোটায় রং দিতে।


৮৩৪
কী লাবণ্য ওষ্ঠে তোমার চোখ ফেরানো যায় না যে
শিহরিত হচ্ছে তনু মন লাগে না আর কাজে।
দেখছি তোমার নয়নভরে করলে যখন দৃষ্টিপাত
মনময়ূরী মেলল পেখম ডমরু দ্রিম দ্রিম বাজে।


৮৩৫
প্রাতর্ভ্রমণ সেরে যখন মেজাজ আমার ফুরফুরে
বাড়তি পেলাম সন্দর্শন করছ সিনান পুকুরে।
ভরা কলশি তখন কাঁখে কী অপরূপ দৃশ্য তা
ছলকে ওঠে তোমার হাসি রেখেছি মনমুকুরে।


৮৩৬
সত্যের জয় হবেই হবে থাকুক কাঁটা বিন্ধ্যাচল
মহান সাকিই বিপত্তারণ সত্যেই রও অবিচল।
ভুলভ্রান্তি করলে কবুল মিলে যাবে তাঁর ক্ষমা
নদীর ধারার মতোই জীবন বন্ধুর পথ ছলাৎছল।


© অজিত কুমার কর