রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১০


৮৩৭
মেঘলা আকাশ নেইকো শশী ভাবছ হারিয়ে গেছে চাঁদ
মাথার ওপর করছে বিরাজ নিকষ কালো মেঘের ছাদ।
মেঘ সরলেই আত্মপ্রকাশ ভরবে আলোয় এই ভুবন
আপনি এসে ধরা দেবে বৃথা তুমি পাতছ ফাঁদ।


৮৩৮
পান-পেয়ালা শূন্য আমার দাওনা ভরে ও' সাকি
শুষ্ক কণ্ঠ, প্রাণ আইঢাই বন্ধ তোমার চোখ নাকি?
চাবিকাঠি তোমার হাতে আমার প্রতি হও সদয়
তুমি ভালো করেই জান চুমুক দিলে বেশ থাকি।


৮৩৯
কী ভাবছ, ক'রব তাড়া না না না মোটেও না
চিরকালীন মিত্র তোমার আমাকে ভয় পেয়ো না।
মগডালেতে উঠতে পার মাত্র কয়েক সেকেন্ডে
দেখে খুবই আনন্দ হয় জিরিয়ে নাও যেয়ো না।


৮৪০
যতই বেলা বাড়ছে ততই ঝরছে আগুন অনর্গল
তা বলে কী রইব বসে মাঠের কাজে হাত সচল।
সূর্যকে তো ঢাকতে পার কাজল কালো মেঘ দিয়ে
হয়তো তখন পড়ত ঝরে কয়েকফোঁটা ঠান্ডা জল।


© অজিত কুমার কর