রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১১


৮৪১
রণচন্ডী মূর্তি দেখে লোকে তোমায় ভাবে খল
ভাবে না কেউ একটিবারও গভীরে রয় মিষ্টিজল।
বুঝতে আমার হয়নি দেরি লুক্কায়িত অশেষ গুণ
সুপ্তিতে ও জাগরণে শুনি রুমুর-ঝুমুর মল।


৮৪২
তোমার রূপে মোহগ্রস্ত নিবিষ্ট চোখ ওইদিকে
পলকবিহীন আঁখিপল্লব গোধূলির রং নয় ফিকে।
কতক্ষণ যে তাকিয়েছিলাম পুরোপুরি অজ্ঞাত
হঠাৎ তুমি হারিয়ে গেলে দোষ দিয়েছি রাত্রিকে।


৮৪৩
যে পথ ধরে হাঁটছি আমি তা কী ভ্রান্ত না সঠিক?
এর উত্তর তুমিই জান শক্তি তোমার অলৌকিক।
ভুল করলে শুধরে দিয়ো এটাই আমার প্রার্থনা
কাজের জন্য একা একাই ঘুরছি পথে দিগবিদিক।


৮৪৪
বাম কাঁখে তাঁর শূন্য কলশ খাচ্ছে পাকা চৌষা আম
কষ বেয়ে রস ফোঁটা ফোঁটা, দেখেই বলি একটু থাম।
চোখের কোণে বিজলি-ঝিলিক দেখতে পেয়ে গোলাপখাস
বাড়িয়ে দিলাম একটা ওকে পূরল আমার মনস্কাম।


© অজিত কুমার কর