রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১২


৮৪৫
ঘরের ভিতর যায় না টেকা সিদ্ধ হয়ে হবই শেষ
গাছতলাতে শুয়ে বসে কাটছে আমার সময় বেশ।
ভাগ্য সুপ্রসন্ন হলে পড়তে পারে পক্ক আম
টুপ করে হিমসাগর পড়ে বঙ্গমাতার দান অশেষ।


৮৪৬
আমের রূপে মন মজেছে কেমন করে চোখ ফেরাই
দমকা বাতাস দোলা দিলে তবেই আমি নাগাল পাই।
দুটো পড়লে একটা খাব লালটা রাখবো পকেটে
দোষ যাতে না দিতে পার রাখছি তোমার জন্য রাই।


৮৪৭
যদিও জীবন ওষ্ঠাগত স্বস্তি দিচ্ছে গাছের ফল
আম-জাম-বেল-লিচু-কাঁঠাল জ্যৈষ্ঠে বাড়ায় মনের বল।
ঠোঁট রেঙেছে জামের রঙে প্রিয়ার হাসি রামধনু
এই গরমে জমত দারুণ পড়লে গায়ে বৃষ্টিজল।


৮৪৮
শাশুড়িমা কাব্যরসিক রান্নাতেও দক্ষ বেশ
যা লিখি তা শোনাই তাঁকে খুশি হলেই পদ বিশেষ।
লিখি এখন শোনাই কারে শোনাই তাঁরই কন্যাকে
স্মৃতিমন্থন করলে মেলে একটুখানি খুশির রেশ।


© অজিত কুমার কর