রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১৩


৮৪৯
সূর্যকে বেশ জব্দ করে কাজলকালো বাদল মেঘ
স্বস্তি মেলে প্রাণীকুলের বহিঃপ্রকাশ তার আবেগ।
ঝড়ো বাতাস, সাথে বৃষ্টি একেবারে রাজযোটক
দুলবে কদম ঝরবে কেশর বৃদ্ধি পেলে বায়ুর বেগ।


৮৫০
মা যদি রয় সঙ্গে আমার অনায়াসেই শৃঙ্গজয়
সব সাফল্য মায়ের জন্য অন্য কারও জন্য নয়।
সুক্ষ দেহে মা'র বিচরণ অনুরণন তন্ত্রীতে
স্মরণ করলে নাগালে পাই ঘটে না তাই বিপর্যয়।


৮৫১
মেঘের সাথে গোপন আঁতাত ঢালছে না তাই বৃষ্টি ও
খাঁখাঁ রোদে গলদঘর্ম যায় না দূরে দৃষ্টিও।
জব্দ করার এই কৌশল ফাঁদে কখন, রাত্রিতে!
এভাবে তাপ বৃদ্ধি পেলে ধ্বংস হবে সৃষ্টিও।


৮৫২
বুঁদ করে দাও শরাব দিয়ে সহ্য করতে পারছি না
হারিয়ে গেল লাশটা আমার কোথাও খুঁজে পাচ্ছি না।
অবিনশ্বর উদ্বায়ী তাই আত্মা কখন ফুড়ুৎফাই
লড়াই কিন্তু রইল জারি মরেও হার মানছি না।


© অজিত কুমার কর