রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১৪


৮৫৩
উপার্জিত সব অর্থ বিলিয়ে দিয়ে আজ কাঙাল
কিন্তু বিদ্যা বিলাচ্ছি রোজ তাতেই ফিরছে আমার হাল।
অনন্ত সুখ পাচ্ছি এতে ব্যস্ততাতে কাটছে দিন
বর্তমানকে নিয়েই আছি ভুলি অতীত, আসুক কাল।


৮৫৪
প্রদীপের তেল ফুরিয়ে গেলে জগত তখন অন্ধকার
চোখ থাকতে অন্ধ তখন কিছুই করার নেই আমার।
পৃথিবীকে সচল রাখতে আলোর খুবই প্রয়োজন
সাকি তুমি নীরব কেন কর আঁধার পরিহার।


৮৫৫
প্রেমনলিনী হেসে হেসে প্রেম বিলাচ্ছে সারাক্ষণ
ওর সামনে যেই গিয়েছি পড়ল বাঁধা আমার মন।
ওকে ছেড়ে যাব কোথায়, যাবার কোনও ইচ্ছা নাই
ঢলঢল ওর যৌবন তুলল তুমুল আলোড়ন।


৮৫৬
নলিনী নয় প্রেমনলিনী নিল আমার ঘুম কেড়ে
এখন সময় কাটছে আমার ওরই সাথে ঘর ছেড়ে।
শিবঠাকুরের বিরাগভাজন চাইনি হতে স্ব-ইচ্ছায়
টের পেয়েছে, ত্রিশূল নিয়ে আসল বুঝি ওই তেড়ে।


© অজিত কুমার কর