রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১৫


৮৫৭
ভ্রমর হয়ে গুনগুনাব প্রভাত হলেই ওই ফুলে
মধু পিয়ে হব মাতাল জড়িয়ে র'ব ওর চুলে।
রাত্রিটুকু কেটে যাবে মাত্র কয়েকঘণ্টা তো
নরম গালে চুমা দিলেই যাবে হুরির চোখ খুলে।


৮৫৮
দেবতা নয়, প্রাণীকুলের জন্য নিত্য ফুল ফোটে
রূপে গন্ধে দুঃখ ভোলে যাপনকালে যা জোটে।
গানের সুরও স্বস্তি জোগায় ভারাক্রান্ত মন যখন
ফুলের গোছা ধরিয়ে দিলে সুসম্প্রীতির ঢেউ ওঠে।


৮৫৯
খুঁজছি তোমায়, কোথায় তুমি আমার ডাকে দাও সাড়া
মধুর বাণী শোনার জন্য রাখি আমি কান খাড়া।
দীনের ব্যথা তুমিই বোঝ করো নাকো নিরাশ্রয়
শান্তি আমি কোথায় পাবো তোমার কোমল কোল ছাড়া।


৮৬০
জন্মদাত্রী না হলেও তুমি আমার পালক-মা
কোলে তোমার ঠাঁই পেয়েছি, দেখছে বরুণ-অর্যমা।
কে বলেছে দেবদেবীদের স্বর্গধামে অধিষ্ঠান
মা গো তুমি ঠিক অবতার ভুল করলে পাই ক্ষমা।


© অজিত কুমার কর