রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১৬


৮৬১
ভিজতে ভিজতে যাচ্ছি হেঁটে দুলকি চালে রাস্তাতে
খোঁপার কদম পড়ল পথে বাতাসের এক ঝাপটাতে।
বুঝতে তুমি না পারলেও আমার নজর এড়ায়নি
স্বস্থানে ফের গুঁজতে যেতেই বললে তুমি, 'দাও হাতে'।


৮৬২
হাত থেকে ফুল পড়তে দেখে ছলকে ওঠে ওর হাসি
কুড়িয়ে নিয়ে বাড়িয়ে দিলাম প্রতিক্রিয়ার প্রত্যাশী।
গুঁজব আমি কেমন করে নিজ হাতে দাও গুঁজে
মধুর সুরে উঠল বীজে তখন আমার মন-বাঁশি।


৮৬৩
যখনই ফুল তুলতে এগোয় ধমকে বলি খবরদার
বলতে পার কে দিয়েছে তোমায় তোলার অধিকার?
কাকে দেবে, আরাধ্যকে, সে কি তুলতে বলেছে?
না যদি সে হুকুম করে তবে তোলার কী দরকার।


৮৬৪
প্রত্যহ যা কর্ম করি আপনি করি না করায়
এর উত্তর পাইনি আজও ভেবে ভেবে দিন ফুরায়।
কে দিয়েছে মন্ত্র কানে, 'আলস্য নয় কাজ কর'
ওটাই পালন করছি রোজই একেবারে স্ব-ইচ্ছায়।


© অজিত কুমার কর