রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১৭


৮৬৫
তোমার কৃপাদৃষ্টি ছাড়া আকিঞ্চনের গতি নাই
পূর্ণতা তো মরীচিকা গ্রাস করেছে শূন্যতাই।
বঞ্চনাতেও আনন্দ পাও নাকি তোমার কষ্ট হয়?
কোথায় আছ জানি না তা আকাশপানে হাত বাড়াই।


৮৬৬
দিনে ফোটে রাতেও ফোটে দিনে রঙিন রাত্রে নয়
কেউ ঝরে যায় ফোটার পরেই কেউ একটু নেয় সময়।
ওদের ওপর যে কাজ ন্যস্ত ঝরার আগেই শেষ করে
চয়ন করে নিলে কী আর ফুলের ইচ্ছা পূরণ হয়?


৮৬৭
স্ব-ইচ্ছাতে বেছে নিলাম কাঁটায়ভরা রাস্তাটি
সফল হলেই পেয়ে যাব সহিষ্ণুতার মাপকাঠি।
এগিয়ে যাওয়া ভীষণ কঠিন পদে পদে আশঙ্কা
পথ দুর্গম, হাজার বিপদ সাহস জোগায় এই মাটি।


৮৬৮
বৃষ্টি-ভেজার সব আনন্দ নে লুটে নে, লুটে নে
ওদের সাথে ভিজব বলে প্রিয়াকেও নিই টেনে।
হলে হবে সর্দিকাশি সেরে যাবে ঔষধে
এতদিন তো পথ চলেছি স্বাস্থ্যবিধি সব মেনে।


© অজিত কুমার কর