রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১৮


৮৬৯
কদম পেয়ে রইলে মেতে দেখলে না আর তাকিয়ে
পাড়ার পরেই তোমায় দিতে পারিনি তো না গিয়ে।
একেই বলে মন্দভাগ্য নাইবা হলাম সুদর্শন
ভেবেছিলাম ফিরব কাজে হাসিমুখে ফুল দিয়ে।


৮৭০
তোমার জন্য গেঁথেছি আজ রাত্রিজেগে এই মালা
কেউ দেখেনি কর্মকাণ্ড জানে শুধু ওই 'কালা'।
খুব সকালে আসবে যখন যমুনাতে জল নিতে
পরিয়ে দেবো পথটি ঘিরে যদি কমে তায় জ্বালা।


৮৭১
এক পশলা বৃষ্টির পর আকাশ এখন পরিষ্কার
রামধনুও দেখা দিল কী অপূর্ব রং-বাহার।
মনে মনে চাইছি আমি ঘটুক তোমার আবির্ভাব
ঠিক তখনই হাজির হলে কাঁপল মনোবীণার তার।


৮৭২
ঠিকানাটা দাওনা সাকি কোথায় তোমার জলসাঘর
হারিয়ে যেতে চাইছে এ মন একঘেঁয়ে এই বাসরঘর।
তুমি তখন রইবে পাশে আমার কোনও চিন্তা নাই
বলনা সাঁই শীঘ্র বল সইছে না যে আমার তর।


© অজিত কুমার কর