রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২১৯


৮৭৩
এই গরমে কী আর দেব পাঠিয়ে দিলাম সম্প্রীতি
বাঙালিদের সম্ভাষণের এটাই পুরাতন রীতি।
পাঠক-মনে রং লেগেছে এতেই পরম আনন্দ
প্রেম-যমুনায় কাটলে সাঁতার রইবে দেশে সুস্থিতি।


৮৭৪
বাংলা বর্ণমালা হল বঙ্গমাতার অলংকার
বর্ণ দিয়েই সাজাই মা কে আর তো কিছু নেই আমার।
মা'র হাসিমুখ দেখার জন্য চেষ্টা চলে নিরন্তর
মায়ের আঁচল বিশ্বভুবন চাই না আমি কিছুই আর।


৮৭৫
মেঘ মারফত চিঠি পেলাম ভিজে গেছে বৃষ্টিতে
অনেক জায়গা মুছে গেছে দ্বিধাগ্রস্ত তাই দিতে।
কদমের নয়, কেয়ারও নয়, এ চিঠি ঠিক কামিনীর
না দেখে তাই পড়ে নিলাম চিলেকোঠায় নিভৃতে।


৮৭৬
জানলা-কপাট যে ঘরে নেই সেটাই বুঝি তোমার ঘর
পাহারাদার নিযুক্ত নেই তবুও বিন্দাস নিরন্তর।
প্রবেশ-প্রস্থান দুটোই অবাধ ব্যাপারটা বেশ গোলমেলে
এক পলকের দর্শনেও হালকা হবে এ অন্তর।


© অজিত কুমার কর