রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২০


৮৭৭
জানি না তো কেমনতরো দ্রাক্ষারসের সুরার স্বাদ
তোমার হাতেই করব পরখ প্রবেশ যখন আজ অবাধ।
শুনে তুমি হাসছো কেন করো নাকো আজ বিমুখ
সাধ মেটাবার সুযোগ পেলাম তাতেও তুমি সাধবে বাধ।


৮৭৮
মেঘের ফাঁকে মারছে উঁকি এ তো দেখছি সাকির মুখ
ভাগ্য ভালো বাইরে ছিলাম দর্শনে পাই অপার সুখ।
মাথার ওপর রামধনুরও মনোহরণ রঙ্গোলি
বৃষ্টিভেজা কদমগন্ধে উঠল ভরে আমার বুক।


৮৭৯
মুহুর্মুহু রং বদলাও প্রকৃতির ওই ক্যানভাসে
রং বদলের এই ভাবনা কী করে মাথায় আসে?
আকাশ-পাহাড়-গাছগাছালি-নুড়ি-জলেও পৃথক রং
কীর্তিকলাপ দেখার জন্য আমিও ভাসি বাতাসে।


৮৮০
কে ফোটালো, ফুটল কখন দর্শনে পাই আনন্দ
বুকভরে শ্বাস নিতেই পেলাম মনমাতানো সুগন্ধ।
কোমল করের ছোঁয়াতে যার বিকশিত এমন ফুল
নতশিরে শ্রদ্ধা জানাই জোগিয়ে দিল এ ছন্দ।


© অজিত কুমার কর