রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২১


৮৮১
ঘরে থাকি বা বাইরে যাই বন্ধ হয় না অন্বেষণ
অষ্টপ্রহর ভেবেই সারা তিলেকও নয় বিস্মরণ।
কোন রূপে যে দেবে দেখা চিনতে আমি পারব তো
চাইছি তোমার সহায়তা জানিয়ে দিয়ো আসার ক্ষণ।


৮৮২
অবয়বে মানুষ মানুষ, 'মানুষ' কিনা সন্দেহ
এর উত্তর দেবার মতো পৃথিবীতে নেই কেহ।
কী বৈশিষ্ট্য থাকলে পরে একটি মানুষ 'মানুষ' হয়
হাড়-মাংস-রক্ত দিয়ে যদিও গড়া সব দেহ।


৮৮৩
বড়ই জীর্ণ পর্ণকুটির ছাউনিতেও অনেক ফাঁক
রোদ-বৃষ্টির প্রবেশ অবাধ জমা জলে ব্যাঙের ডাক।
তবুও ছেড়ে যায়নি কোথাও তোমার দৃষ্টি আকর্ষণ
ঝিল্লিমুখর সন্ধ্যেবেলা হঠাৎ প্রবেশ করল কাক।


৮৮৪
চোখের সামনে ঘটে গেল অমন একটা অঘটন
সর্বশক্তিমান তো তুমি ঘটলো কেন আজ এমন?
হাইভোল্টেজ তারে স্পর্শ নিভে গেল কয়টি দীপ
কী অপরাধ ছিল ওদের শ্রীপদেই তো ছিল মন।


© অজিত কুমার কর