রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২২


৮৮৫
কী ঘটনা ঘটল এমন তোমার চোখে দেখছি জল
নিশ্চয় খুব গুরুতর ঝরেই যাচ্ছে অনর্গল।
নীরবতা ভঙ্গ করে বল তুমি এর কারণ
ফুলের কান্না দেখলে ভ্রমর হারিয়ে ফেলে মনের বল।


৮৮৬
মানুষ নামক এই প্রাণীটির কৃতজ্ঞতা চিত্তে নেই
প্রাণবায়ু দেয় নিত্য যারা ধ্বংস করে তাদেরকেই।
ফলশ্রুতি বায়ুদূষণ পরিবেশের উষ্ণায়ন
হিমবাহের গলন শুরু ডুববে ভুবন অচিরেই।


৮৮৭
সত্যিকারের হিতাকাঙ্খী তেমন মানব খুব বিরল
শত্রু-মিত্র সবাই সমান কোমল হৃদয় মন সরল।
অধিকাংশ এমন হলে ভুবন হতো ঝলমলে
কষ্ট দেখে দুঃখ পেত কপোল বেয়ে ঝরত জল।


৮৮৮
বৃষ্টি নামলে নাচবে জানি পরবে ঘুঙুর আলতা-পা'য়
বৃষ্টিফোঁটার জলতরঙ্গ টিনের চালে বেজেই যায়।
এ মন তখন রয় না ঘরে বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ
কদমতলায় দেখা পেলেই হৃদয় ও মন দুই জুড়ায়।


© অজিত কুমার কর