রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২৩


৮৮৯
হাত দিয়ে কী সব ঢাকা যায় কী ঢেকেছ জানলে না
কল্পনাতে আমার এ মুখ আঁকতে তুমি পারলে না।
বন্ধ চোখের, রাঙা ঠোঁটের দুইয়ের ভাষা বেশ বুঝি
কী আহরণ করে নিলাম উঁকিও তুমি মারলে না।


৮৯০
আয়নাতে মুখ দেখ নিজের ঠাহর করতে পারছ কী
কী রয়েছে ওই হৃদয়ে পোশাকটি তো ঝকমকি।
মন্দ বেশি ভালো অল্প বিনাশ কর মন্দকে
মিলবে তবেই প্রভুর দেখা শুনতে পাবে বল্লকী।


৮৯১
কেমন ছিল, সব মনে নেই ছেলেবেলার সেসব দিন
খুব দুরন্ত ছিলাম ঠিকই পাঠশালাতে কন্ঠ ক্ষীণ।
চাপ ছিল না পড়াশোনায় পাখির মতোই মন তখন
যা হয়েছি মায়ের জেদেই পাহাড়প্রমাণ সেসব ঋণ।


৮৯২
দুই নয়ন দুই মহাসাগর হাতড়ে বেড়াই কোথায় তল
দৃষ্টিপাতেই হারিয়ে গেলাম কোথায় বাজে পায়ের মল।
কেমন যেন মোহাচ্ছন্ন স্থানুর মতো তাকিয়ে রই
কূলকিনারাবিহীন এ তো ঢাল-মহীঢাল অথই জল।


© অজিত কুমার কর