রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২৪


৮৯৩
পাপড়িতে হাত দিলে ফুলের রং হয়ে যায় বিবর্ণ
বাতাসও সায় দিল কথায় অটুট থাকুক স্ব-বর্ণ।
তাইতো দেখি নির্নিমেষে মনোবাঞ্ছা তায় মেটে
প্রজাপতি ভ্রমর খুশি পেল সুযোগ সুবর্ণ।


৮৯৪
বৃষ্টিভেজার অমোঘ টান এড়াই আমি কী করে
মা বলল- একদম না পড়বি জ্বরে থাক ঘরে।
বলেই মা যায় রান্নাঘরে কাজে লাগাই সেই সুযোগ
মিনিটপাঁচেক ভিজে নিলাম পড়িনি তো ধুম জ্বরে।


৮৯৫
উজাড় করে দেওয়ার জন্য চলছে আমার প্রতীক্ষা
আর কতদিন এমনভাবে করবে আমার পরীক্ষা।
আমার দিকে তাকিয়ে দেখ ভেবে ভেবে শরীর ক্ষীণ
ভালোই জান কেমন আমার সহিষ্ণুতা, তিতিক্ষা।


৮৯৬
কয়েতবেল তোর পছন্দ খুব এনেছি আজ তাই পেড়ে
আমার কথায় সায় দিলি তুই মুচকি হেসে ঘাড় নেড়ে।
চল ছাদে যাই খাব দুজন এনেছি নুন, ঝাল মরিচ
'কী ঢোক গিললি', যেই বলেছি অমনি এলি তুই তেড়ে।


© অজিত কুমার কর