রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২৫


৮৯৭
ভিজছি দেখে নামলে পথে ছাতা নিয়ে তৎক্ষণাৎ
আমার হাতে জোড়া কদম তোমার খুশির দৃষ্টিপাত।
চোখের ভাষা বুঝে গেলাম লাগিয়ে দিলাম খোঁপাতে
দ্বিতীয়টি নেওয়ার জন্য বাড়িয়ে দিলে এবার হাত।


৮৯৮
রমণীয় অঙ্গভূষণ দেখে নয়ন পলকহীন
সুগন্ধি ফুল, পাচ্ছি সুবাস কেউই ওরা নয় রঙিন।
দুই কানে বেল, খোঁপায় গাজরা, জুঁই রজনির কন্ঠহার
আমার হাতের কদম যেন ওদের কাছে আজ মলিন।


৮৯৯
দুই বছর পর এই আষাঢ়ে হাহনুহানার ভাঙলো ঘুম
বৃষ্টিভেজা ললিত ঠোঁটে অরুণকিরণ বাড়ায় চুম।
ঘুম ভাঙতে গন্ধ পেলাম পাতায় ফুলে লাবণ্য
ওরা ফোটার সময় খোঁজে কখন হবে রাত নিঝুম।


৯০০
কী এনেছো, দোলনচাঁপা, দেখেই সে কী আনন্দ!
কী ভেবেছ এনেছি কি শুধুই কলকে আকন্দ?
ও দুটো ফুল সঙ্গে আছে দিয়ে এসো শিবের পা'য়
তুমি শিবের ভক্ত হলেও চাঁপা তোমার পছন্দ।


© অজিত কুমার কর