রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২৬


৯০১
আজ্ঞাপালন করি কেবল খাতা কলম সব তোমার
কী কী লিখব সব বলে দাও আমার ওপর লেখার ভার।
মাতৃভাষার মিষ্টতাতেই বিগলিত রসিক মন
কৃতিত্ব নেই একফোঁটাও পাঠক বলে চমৎকার।


৯০২
পেয়ালাটা হাতে নিলেই দৃষ্টি তোমার এই দিকে
অধোবদন হয়েই থাকি প্রচন্ড ভয় শাস্তিকে।
হাতটা আমার উঠল কেঁপে ছলকে পড়ে দ্রাক্ষারস
তোমার নজর এড়ায়নি তা বুঝে গেলাম আঙ্গিকে।


৯০৩
দিনের আলো ফুরিয়ে গেলে পশ্চিমে দেয় সূর্য ডুব
অমন করে রোজ হারাতে  ইচ্ছে করে আমার খুব।
যা বলতে চাও বলে ফেল মনের কথা বলছি তো
ওরই মতো উঠব জেগে প্রাতে যখন রাঙবে পুব।


৯০৪
সেদিন আমার একুশ ছিল তোমার ছিল নাইনটিন
এখন দু'জন সাতের ঘরে তবুও হাসি নয় মলিন।
পৌঁছে যেতে আর দেরি নেই শতবর্ষের দোরগড়ায়
জয়াকুঞ্জের স্নেহস্পর্শে সুস্থদেহেই কাটবে দিন।


© অজিত কুমার কর