রুবাইয়াৎ -ই-অজিত কুমার ২২৭


৯০৫
আষাঢ় এলেই বৃষ্টি নামে এবার কিন্ত নামল না
তাইতো দাবদাহের দাপট একটুকুও কমল না।
আকাশপানে চেয়ে চেয়ে যাচ্ছে কেটে আমার দিন
প্রিয়ার সাথে ভিজব বলে একটা সুযোগ মিলল না।


৯০৬
আকাশজুড়ে মেঘ জমেছে বৃষ্টি হবার অনুকূল
আন্দোলিত শাখা থেকে ঝুর-ঝুর-ঝুর ঝুর বকুল।
কোত্থেকে যে তুমি এলে দেখে আমি বিস্মিত
এসেই বললে বকুল পেলাম দাও-না পেড়ে কদম ফুল।


৯০৭
আজকে দেখি চাওনি গোলাপ মন মজেছে হিজলে
হিজল শিউলি রাত্রে ফোটে সত্যি দারুণ ঝলমলে।
ফুল কুড়ালাম দুজন মিলে মালাও গাঁথি দুইজনে
পরল নিজে দুই বাজাতে আমি দিলাম ওর গলে।


৯০৮
দুলবি যদি আয়-না চলে হিজল ফুলের দোলনাতে
পরিয়ে দেব ফুলের গয়না কানে, গলায় আর হাতে।
শুনতে পেয়েই দৌড় লাগাল হাস্যমুখে আমার রাই
মহানন্দে দুলছি দুজন বৃষ্টিমুখর সন্ধ্যাতে।


© অজিত কুমার কর