রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২৯


৯১৩
জানালাটা যেই খুলেছি মহানন্দে ভরল মন
কাটছ সাঁতার একা একা 'জানাবে না' তোমার পণ।
যেই বলেছি গোসাপ আছে কামড় দিতে পারে পা'য়
অমনি ভয়ে উঠলে ডাঙায় ক্রোধাগ্নি কী রয় গোপন?


৯১৪
পাঞ্জাবিতে টান পড়েছে কিন্তু তাকাই কী করে
পিছে একঝাঁক প্রজাপতি ডাকেনি কেউ নাম ধরে।
গন্তব্যে এগিয়ে চলি ওরাও পিছু ছাড়ল না
যেই থেমেছি অমনি হাসি শ্রীমুখ এল নজরে।


৯১৫
ওই শ্রীমুখে জলের ফোঁটায় লক্ষ মানিক যায় জ্বলে
বৃষ্টিধারায় যেমন কদম শাখায় শাখায় ঝলমলে।
গাছের দিকে না তাকিয়ে ওকেই দেখি বারংবার
আমিও ভিজে স্বস্তি পেলাম দগ্ধ প্রেমের অনলে।


৯১৬
এ আনন্দ কোথায় পাবে লাখ দিলেও মিলবে না
নাও এঁকে নাও ওদের ছবি রং-তুলিও লাগবে না।
অমলিন ওই হাসির ঝিলিক আঁকছি মনের ক্যানভাসে
সত্যিকারের ছবির খুশি এক মরাইয়ে ধরবে না।


© অজিত কুমার কর