রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩০


৯১৭
যা দিচ্ছ তাই করছি গ্রহণ একটুও লাজলজ্জা নাই
এভাবেই তো কাটল জীবন শেষবেলাতেও যেন পাই।
প্রতিদানে কী যে দেব ভাবছি বসে সারাক্ষণ
নিজের বলতে কিছুই তো নেই তাই কী দেব তোমায় সাঁই।


৯১৮
যাচ্ছে না কি তোমার কানে আমার করুণ আর্তনাদ
আমাকে কী ভুলেই গেলে কী কারণে গেলাম বাদ।
পেয়ালা তো পূর্ণ সবার তৃষায় আমার পরান যায়
ক্ষমা করো আমায় তুমি চাইছি তোমার আশীর্বাদ।


৯১৯
উড়ছি আমি পাখনা ছাড়াই এ তো মহান সাকির দান
আমার গতির নেই পরিমাপ হার মানে সব আকাশযান।
এক পলকেই ছায়াপথে, নিহারিকায় প্লুটোতে
সঙ্গিনীকে নিয়েই চালাই যখনতখন অভিযান।


৯২০
আলো-বাতাস-জল দিয়েছ আর দিয়েছ বাসস্থান
হলই বা তা পাতায় ছাওয়া তবুও হাসি হয়নি ম্লান।
দিবসে পাই রবির আলো রাত্রিতে দেয় জোনাকি
প্রত্যহ ঘুম ভাঙায় ভোরে শাঁখের আওয়াজ আর আজান।


© অজিত কুমার কর