রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩৫


৯৩৭
রাখি না পরিয়ে শুধু হাসিই দিলে উপহার
মিষ্টিও দিলে না হাতে তোমায় কী বা বলব আর।
তোমায় দেব বলে আমার হাতের মুঠোয় বৈঁচিকুল
না এলে আর দিই কী করে দোষ কি থাকে পূর্ণিমার?


৯৩৮
সকাল গেল বিকেল এখন পাখি দেখেই কাটছে দিন
পরাল না কেউ তো রাখি হল না তাই মন রঙিন।
পুবগগনে চাঁদ উঠেছে ভরিয়ে দেবে জোছনায়
বিহঙ্গরা এখন নীড়ে আমার কানন শব্দহীন।


৯৩৯
হারিয়ে যায় না কোনওকিছুই পড়ে থাকে চিহ্ন তাঁর
তাঁকে দেখার চোখ থাকা চাই তেমন চক্ষু নেই সবার।
মাটির সাথে মিশে থাকে মুঠো করলে পরশ পাই
আপনাকে আর পাই না খুজ কাঁপে মনোবীণার তার।
৯৪০
মনের শান্তি প্রাণের আরাম মিলে গেলে আর কী চাই
পান্তা খেয়ে কাটুক জীবন ওদের তুল্য কিছুই নাই।
একসাথে যাই কোদাল চালাই দিনের শেষে ঘর ফিরি
তারায়ভরা আকাশতলে চাটাই পেতে ঘুমিয়ে যাই।


© অজিত কুমার কর