রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩৯


৯৫৩
কীসের জন্য রাষ্ট্রসংঘ দেখছি শুধুই ব্যর্থতা
শয়ে-শয়ে মরছে মানুষ তলানিতে মিত্রতা।
বছর দেড়েক পেরিয়ে গেল মুহুর্মুহু আক্রমণ
পরিবেশের দফারফা সমাধানের নেই কথা।


৯৫৪
তোমায় দেখে হয়ে গেছে হৃদয় আমার দিওয়ানা
যাব না আর কোথাও আমি না দিলেও জল-দানা।
তোমার সাথেই জড়িয়ে গেল ইহকাল আর পরকাল
সকল কথাই শুনতে রাজি এবার দেখাও মুখখানা।


৯৫৫
দুখ-সাগরে সাঁতার কেটে, কেটে গেল এই জীবন।
কাতরতা গ্রাস করেনি যায়নি ভেঙে আমার মন।
সুখ নাই পাই, শান্তি পেলাম নিস্তরঙ্গ হৃদসাগর
ধৈর্য-বিনয়-সহিষ্ণুতাই আমার প্রাণের সঞ্জীবন।


৯৫৬
মানুষ নামক এই প্রাণীটাই মারছে মানুষ প্রতিদিন
আসল খুনি কে বা কারা হাওয়াতে কী হয় বিলীন?
কেবল আপন স্বার্থসিদ্ধি পথের কাঁটার হোক বিনাশ
ইতিহাসে নাই লেখা নাই ব্যকুলতা অন্তহীন।


© অজিত কুমার কর