রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৪৩


৯৬৯
সবাই বলে তোমার নাকি সবার চিত্তে অধিষ্ঠান
তবে আমি ব্রাত্য কেন ডেকে ডেকে ব্যাকুল প্রাণ।
অবিশ্বাসের বাতাবরণ ভাঙার কিন্তু দায় তোমার
কাটাঘুড়ির মতোই যেন আমার প্রতি নেইকো টান।


৯৭০
সারাটারাত জেগে ছিলাম তন্দ্রা এল অকস্মাৎ
না জাগিয়ে কোথায় গেলে কখন হল রাত প্রভাত?
চরণচিহ্ন দেখতে পেলাম আমার সারা উঠোনময়
এমন শাস্তি কেমনে দিলে তুমিই বল দীননাথ ।


৯৭১
যা দিয়েছ নিয়েছি তাই মন ভরেনি, নগণ্য
শুধুই বেশি বেশি চাওয়া কাজটা জানি জঘণ্য।
আমার বশে রয় না যে মন পূরণ হয় না আকাঙ্ক্ষা
ও' বোধটুকু দিয়ে দয়াল কর আমায় সুধন্য।


৯৭২
নামি হলেই সাত খুন মাফ যা ইচ্ছা কী যায় করা
না না না কক্ষনো না ভাবছ সরা এই ধরা!
কত নীচে নামলে মানুষ নজরুলেও দেয় কালি
ছিঃ ছিঃ ছিঃ, ছিঃ তোমাকে এটা কেমন মশকরা।


© অজিত কুমার কর