রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৪৪


৯৭৩
বাবুইকে আজ বলে না কেউ করিস না রে আর বড়াই
হারিয়ে গেছে চিরতরে এই বাংলায় নাই চড়াই।
দূরদর্শী নই আমরা তাই পৃথিবীর এমন হাল
কতকিছুর বিলোপ হবে আজ যা আছে কাল তা নাই।


৯৭৪
ব্যথা পেলেই লেখনীতে কাব্য বেরোয় অনর্গল
প্রেমে তো নয় বিরহতেই কবির অস্ত্র রয় সচল।
দুঃখকে জয় করে সময়, বিরামবিহীন ব্যস্ততা
সৃষ্টিসুখের আনন্দটাই জোগিয়ে চলে মনকে বল।


৯৭৫
চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু তোমার মধ্যে নাই
সত্যি তুমি অদ্বিতীয়া বারেবারে তাই তাকাই।
এত গুণে গুণান্বিত, রূপ সেখানে নগণ্য
চোখ বুজলেই সারা সময় স্পষ্ট আমি দেখতে পাই।


৯৭৬
আসছি বলে কোথায় যে যাও অদর্শনে হই নাকাল
এমনি করে কত রাত্রি ফু্রিয়ে হল প্রাতঃকাল।
কেন তুমি দাও না ধরা কেবল আমার খুঁত খোঁজ
এখন কিন্তু রাত্রি গভীর প্রতীক্ষাতে কাটছে কাল।


© অজিত কুমার কর