রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৪৯


৯৯৩
দিনমণি অস্ত গেলে কমে আয়ু একটি দিন
কলম হাতে নিলেই দেখি যত স্বপ্ন সব রঙিন।
প্রকৃতির রূপ দেখে আমি বিস্ময়ে হই হতবাক
দিন ফুরোলে অসাড় দেহ পঞ্চভূতে হবেই লীন।


৯৯৪
অবলোকন করছি সবই ঘটছে যে সব ঘটনা
খারাপ বুঝলে গর্জে উঠি, তখন আমি মৌন না ।
জানি জীবের মৃত্যু হবে মরণকে তাই পাই না ভয়
সত্যের পথ হলেও কঠিন তবু ওপথ ছাড়ব না।


৯৯৫
রসেভরা কাব্যপাঠে শরীরের তাপ বৃদ্ধি পায়
তুষারপাতেও শীত লাগে না, না দিলেও চাদর গা'য়।
তাহলে আর ভাবনা কীসের চলুক প্রেমের কাব্যপাঠ
মাঝেমধ্যে গলা ভেজাও দু-চার কাপ গরম চা'য়।


৯৯৬
জন্মভূমি দেয় আমাকে প্রাণবায়ু আর তৃষায় জল
সুস্থ দেহে চলছে যাপন লেখনীও তাই সচল।
পাখপাখালি প্রেরণা দেয় সারাটাদিন নিরন্তর
হতাশা তাই গ্রাস করে না অটুট থাকে মনের বল।


© অজিত কুমার কর