রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৫১


১০০১
সারা বিশ্বের আহার জোগায় কিষান এবং কিষানি
কত কষ্ট সহ্য করে ক'জন আমরা ঠিক জানি?
ওদের কথা শোনার জন্য শাসকশ্রেণির নেই সময়
পর্যুদস্ত করার জন্য অমানবিক হয়রানি।


১০০২
শীতের সকাল গা সেঁকে নিই নরম রোদে বারান্দায়
আনল প্রিয়া মশলা মুড়ি উঠছে ধোঁয়া গরম চা'য়।
মাধবী তাঁর সুবাস দিয়ে ভরিয়ে দিল আমার মন
চাটায় বসে খাচ্ছি দুজন প্রজাপতি রং ছড়ায়।


১০০৩
মউ মউ রোদ মিষ্টি সকাল সোহাগি ওম মাখছি গা'য়
তারে বসে দুইটা ঘুঘু নিবিড় অন্তরঙ্গতায়।
পাশের আসন খালি আমার কে ভরাবে শূন্য স্থান
কোথায় গেলে ও প্রিয়তি রোদ ধরেছি দুই মুঠায়।


১০০৪
কত ব্যথা জমলে বুকে এমন পথে পা বাড়ায়
কেশমুণ্ডন করায় নারী দুই চোখে জল ঝরে যায়।
বংশ ধ্বংস হয়েছিল চোখের জলে পাঞ্চালির
এই দুর্দিন কাটবে কবে এক হাজার দিন প্রতীক্ষায়।


© অজিত কুমার কর