রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৫৯


১০৩৩
চোখ বুজে কী ভাবছ এত মুখটি তুলে একটু চাও
নাকি তোমার এ গুণ আছে চোখ না খুলেও দেখতে পাও?
কী করে মেঘ জমল এত উঠবে তবে এবার ঝড়
আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ আমায় দাও।


১০৩৪
সেদিন আমি হারিয়ে যেতাম তুমি না হাত বাড়ালে
দুহাত দিয়ে ঘিরে একাই তুমিই রুখে দাঁড়ালে।
আমি তখন কাঁপছি ভয়ে যদি তোমার মৃত্যু হয়
বাঁচার আশা চুকেই যেত তোমায় তখন হারালে।


১০৩৫
ইঁদুরের ন্যায় মাটি কেটে করল যারা পথ সুগম
তাদের পারিশ্রমিক দিতে সরকারেরও ফুরায় দম!
প্রাণের ঝুঁকি পদে পদে দ্বিধাগ্রস্ত নয় তবু
ওরাই আলোর মুখ দেখাল এ কৃতিত্ব খুব কী কম?


১০৩৬
দাবি তো নয় অসংগত মাত্র একটা ছোট্টো ঘর
দিতে এত কুণ্ঠা কেন পূরণ কর তা সত্বর।
সব প্রযুক্তি ফেল করেছে ওরাই হল সফলকাম
উৎকণ্ঠার অবলুপ্তি যেই ছড়াল খোশখবর।


© অজিত কুমার কর