রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬০


১০৩৭
গীর্জা-মন্দির-মসজিদে নেই, সুনির্দিষ্ট নেই আকার
কল্পনাতে রং মিশিয়ে ছবি আঁকি রোজ তোমার।
আজ যা আঁকি কাল আলাদা যখন যেমন এ মন চায়
তবে হাসি বজায় থাকে, আঁকি আমি চমৎকার।


১০৩৮
বৃষ্টি এলেই ভেজার ইচ্ছে চাই সেরকম সঙ্গিনী
রিমঝিম ঝিম বৃষ্টিধারায় বাজবে কাঁকন কিঙ্কিণি।
আঁচল দিয়ে ঢাকব মাথা আটকাবে না মোটেও জল
পা পা করে এগিয়ে গেলে উঠবে বেজে শিঞ্জিনী।


১০৩৯
প্রতীক্ষাতে প্রহর কাটে আসে না তো ডাকপিয়ন
কালি কী নেই ওর কলমে, কী করে ও হয় এমন!
প্রতিশ্রুতির কথাটা কী ভুলেই গেছে বেমালুম
ভাবলে খুবই ব্যথিত হই চলতে থাকে তুমুল রণ।


১০৪০
সক্ষমতা বজায় রেখো তোমার কাছে এটাই চাই
অক্ষমতা মৃত্যু-সমান বাঁচার কোনও মূল্য নাই।
অমন ভাবে থাকতে ধরায় চাই না আমি একদিনও
পার যদি ডুবিয়ে রেখো কাজের মধ্যে আমায় সাঁই।


© অজিত কুমার কর