রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৬৫


১০৫৭
তুমিই আমার ভ্যালেন্টাইন গান বেঁধেছি আজ রাতে
মুখে কুলুপ কাছে গেলেই কুঁকড়ে মরি লজ্জাতে।
ঠিক করছি করব প্রকাশ মন মজেছে তোমাতেই
ফেব্রুয়ারির ওই তারিখেই গুঁজব গোলাপ খোঁপাতে।


১০৫৮
আমি কেবল যাচ্ছি করে বীণাপাণির বন্দনা
গান শোনাতে আসে পাখি লাগে মোটেও মন্দ না।
সুরের সাথে আখর মেশাই তৈরি তখন কবিতা
প্রকৃতিতেই মিশে আছি কারুর সাথে দ্বন্দ্ব না।


১০৫৯
ইহকালে একটি ইচ্ছে আমার কথা কেউ ভাবুক
আগেভাগে জানা গেলে যাবার আগে পেতাম সুখ।
পতঙ্গও খবর রাখে কোথায় কখন ফুল ফোটে
নাইবা ভালোবাসল আমায় তাতে মোটেও নেইকো দুখ।


১০৬০
দরজাটা খোলাই থাকে ধনসম্পদ কিছুই নাই
এলে যেন না পাই বাধা বরাবরই এটাই চাই।
দ্বিতীয় কেউ রইলে ঘরে সাড়া পেলেই খুলতে সে
অগোছালো এমন লোকের জীবন সত্যি যাচ্ছেতাই।


© অজিত কুমার কর