রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭৮


১১০৯
শ্রোতা যদি হাজির না হয় গাইবে না তো শিল্পী গান
মঞ্চ থেকে একটু দূরে লক্ষ শ্রোতার সজাগ কান।
হাততালিও দিল শেষে , শিল্পীরা তো এটাই চায়
গুণীর কদর গুণীই বোঝে দিতে জানে সে সম্মান।


১১১০
গানের এমন আসর বসলে লাগত না শীত মোটেও আর
গান শুনে গা গরম হত শীত পালাত পগার পার।
আনন্দে হাততালি দিতে পড়ত ফেটে উল্লাসে
অনুরোধে সংখ্যা বৃদ্ধি, হয়ে যেত রাত কাবার।


১১১১
নিঃস্ব হবার কী আনন্দ যেজন নিঃস্ব সেই বোঝে
হৃদয় উজাড় করে দিতে গ্রহীতাকেই সে খোঁজে।
ভাগাভাগি করে খেলে ধরা দেবে স্বর্গসুখ
আসুন সবাই আজকে আমরা মিলিত হই এক ভোজে।


১১১২
ভাবছি এবার নিয়ম করে পড়ব-লিখব-গাইব গান
যাদের মনে দুঃখ প্রচুর জুড়িয়ে যাবে তাদের প্রাণ।
কীসের জন্য মন উচাটন এলেই দেব পলাশ ফুল
কেমন আমি ভালোবাসি আজকে দেব তার প্রমাণ।


© অজিত কুমার কর