রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৮৬


১১৪১
দীর্ঘ সময় অদর্শনে অস্থিরতায় কাল যাপন
কোনও কাজেই মন বসে না বিষণ্ণতা অনুক্ষণ।
শিমুল-পলাশ আহ্লাদিত এসে গেছে ফাগুনমাস
কখন এসে হাজির হবে হৃদয়জুড়ে তুমুল রণ।


১১৪২
মায়ের ব্যবহৃত কাপড় থাকে যদি ওর কাছে
চোখ বুজেও বুঝতে পারে খুব নিকটেই মা আছে।
মায়ের কোলে উঠে গেলেই সকল কান্না যায় থেমে
মায়ের চুমু অন্যরকম স্পর্শ পেলেই মন নাচে।


১১৪৩
এসে গেল ফের একবার চোখরাঙানো চৈত্রমাস
যা ক্ষতি তা হয়েই গেছে ফেলছি এখন দীর্ঘ শ্বাস।
সাজানো ঘর উড়ল ঝড়ে সে কথা কেউ যায় ভুলে
সেদিন থেকেই জন্ম নিল আমার মনে অবিশ্বাস।


১১৪৪
অবগুণ্ঠন দাও সরিয়ে দেখুক বিশ্ব তোমার মুখ
ফুল কখনও ঢাকে না মুখ না দেখে কেউ পায় কী সুখ।
আসবে অলি গুনগুনাবে ওরা এলেই বসন্ত
আমি তোমার অপরিচিত নাম না জানা আগন্তুক।


© অজিত কুমার কর