রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩২৭

১৩০৫
কার কবিতা পড়ছ এখন ওটা নিশ্চয় নয় আমার
রবীন্দ্রনাথ প্রিয় জানি, দ্বিতীয় জন কে তোমার?
যেটা আমি শুনিয়েছিলাম নদীর বুকে নৌকাতে
কেমন লেগেছিল তোমার নিরবতাই জবাব তার।

১৩০৬
হায় বিধাতা কাড়লে কেন আমার প্রিয়পাত্রকে
একাকী দিন কাটবে আমার অবিন্যস্ত কোন ছকে?
কেন আমায় নিলে না সাঁই সেই মুহূর্তে ওর সাথে
ওরই কাছে পৌঁছে দিয়ো প্রার্থনা তাই সাগরকে।

১৩০৭
একাকিত্ব ঘুচিয়ে দিতে চাঁদ উঠেছে আকাশে
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তা ছাড়া কেউ নেই পাশে।
ওই জায়গায় পৌঁছে যেতে লাগবে মাত্র পাঁচ মিনিট
দুর্ভাবনা দূর হয় যাতে বার্তা পাঠাই বাতাসে।

১৩০৮
হারিয়ে না যাও তাইতো আমি নজর রাখি সারাক্ষণ
এসব কাজে খামতি থাকুক চায় না মোটেও আমার মন।
যা অপবাদ দাওনা কেন গায়ে আমি মাখব না
ভালোবাসি শুধুই তোমায় জান সেটা বিলক্ষণ।

© অজিত কুমার কর