রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৩২
১৩২৫
ফুলের সাজি, তোড়া হাতে রিনিকঝিনিক শিঞ্জিনী
যদি বিক্রি কর তবে আমি ওসব ফুল কিনি।
মূল্য যা চাও দিতে রাজি হয়ো না গো গররাজি
ডাকছি তোমায় ক্ষণেক দাঁড়াও, দাঁড়াও ওগো নন্দিনী।
১৩২৬
মহাশূন্যে দেখতে পেলাম নৃত্যরতা অপ্সরী
অপূর্ব এক নৃত্যশৈলী জ্যোৎস্নাস্নাত শর্বরী।
অমন দৃশ্য দেখছি যখন উধাও হল অকস্মাৎ
রাত্রিশেষে রাঙা প্রভাত কোথায় গেল কিন্নরী?
১৪২৭
ঘড়ির সাথে পাল্লা দিয়ে মা করে রোজ সকল কাজ
আটপৌরে শাড়িই বসন এটাই মায়ের শোভন সাজ।
ঘরে বাইরে সমান দক্ষ, লক্ষ্যনজর সব দিকে
ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি কোমলমতি বেশ দরাজ।
১৩২৮
কোঁকড়ানো চুলগুলো যেন লাউডগারই আকর্ষ
জড়িয়ে গেছি ওতেই আমি নিভৃত স্থান আদর্শ।
আমি তোমায় দেখতে পাচ্ছি কিন্তু তুমি পাচ্ছ না
সামনে একটু টেনে নিলেই হবে নিবিড় সংস্পর্শ।
© অজিত কুমার কর