রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৩৩

১৩২৯
কোথায় যেন হারিয়ে গেছে গল্প শোনার সেসব দিন
স্বপ্নের জাল বোনা হত দুপুর কিংবা রাত গহিন।
ঠাম্মা-দাদু-মাসি-পিসির পায় না আদর আজ শিশু
ওরাই ছিল আনন্দধাম প্রদীপ হাতে আলাদিন।

১৩৩০
এভাবেই তো পারি আমরা কাটিয়ে দিতে এই জীবন
তুমি আমার আমি তোমার পরস্পরের সঞ্জীবন।
সুখে যেমন হাসি দুজন দুঃখ পেলেও হই কাতর
ইহকাল আর পরকালেও একীভূত দুইটি মন।

১৩৩১
আমি কি বাঘ সিংহ নাকি উঁকি মেরে দেখছ কী
নীচে নেমে একটিবারও সামনাসামনি হচ্ছ কি?
ভয় না পেয়ে নামতে পার হবে তখন বাক্যালাপ
আমার মতো গোবেচারা নিরীহ প্রাণ খুঁজছ কি?

১৩৩২
নামল সন্ধ্যা ঘনায় আঁধার চল এবার যাই বাড়ি
হাঁটতে খুবই কষ্ট হবে লেপ্টে আছে ওই শাড়ি।
বড় কলশি আমাকে দাও ওই ছোটোটা নাও তুমি
জল ফেলে দাও, এবার হাঁট ভরা কলশ খুব ভারী।

© অজিত কুমার কর