রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৫৭

১৪২৫
যতটুকু সাধ্য আমার তোমার জন্য করব তা
শুধু কাছে থাকবে বল হবে না এর অন্যথা।
বাঁশিতে সুর তুলব আমি যখন তুমি গাইবে গান
গানের শেষে বুঝবে নিজেই অন্তরে আর নেই ব্যথা।

১৪২৬
শিশিরসিক্ত জোড়া গোলাপ আজকে জোগাড় করেছি
ডিসেম্বর মাস কত তারিখ, সেই পাঞ্জাবী পরেছি।
এমন দিনেই তোমার সাথে আমার প্রথম পরিচয়
সবার সামনে সেই তো প্রথম তোমার হস্ত ধরেছি।

১৪২৭
মোমের আলোয় কেমন ফোটে রূপসিদের লাবণ্য
জন্মদিনে দেখতে পেলাম করলে আমায় সুধন্য।
তোমার জন্য এনেছি এক গজমতির কণ্ঠহার
তোমাকে যা দেখাচ্ছে-না অসাধারণ, অনন্য।

১৪২৮
মনরাঙানো শীতের বিকেল রৌদ্র এখন মগডালে
মেঘ দিয়েছে যেটুকু রং বরফ তাতেই দীপ জ্বালে।
এমন দৃশ্য দেখতে পেলাম তুষারঢাকা কাশ্মীরে
কিছুটা রং পড়ল এসে প্রিয়তমার লাল গালে।

© অজিত কুমার কর