রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৭৩

১৪৮৯
কেন ধনির ঘুম আসে না জেগে কাটায় নিশুত রাত?
মনের খবর কেউ জানে না জানতে হানা অকস্মাৎ।
দরজা জানলা খোলাই ছিল অনুপ্রবেশ ওর ঘরে
ধনির কোনও হেলদোল নেই ফিরে এল তৎক্ষণাৎ।

১৪৯০
চাইছে না মন চক্ষু ফেরাই তাইতো দৃষ্টি নিষ্পলক
হৃদয় হরণ করল আমার অপেক্ষমান হাজার বক।
দিঘির চতুর্দিকে পাহাড় স্ফটিকের ন্যায় স্বচ্ছ জল
ডুব দিলেও হারাব না চিন্তা করছ অনর্থক।

১৪৯১
আগে থেকেই ঠিক করেছ তাকাবে না মুখ তুলে
সাজিয়েছ নিজেকে আজ নাম-না-জানা কোন ফুলে?
তোমার অমন রূপের কাছে ফুলগুলোকে লাগছে ম্লান
যাব আমি জেনেও তুমি কেমন করে যাও ভুলে?

১৪৯২
দেখিনি তো আগে তোমার মনোমোহিনী এমন বেশ
আমার দিকে হাত বাড়াতেই লাখো প্রেমীর হাপিত্যেশ।
পারলে যেন ছিনিয়ে নেবে দেখছি এমন অভিপ্রায়
আশঙ্কা দূর করতে এখন হব দুজন নিরুদ্দেশ।

© অজিত কুমার কর