রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৯০

১৫৫৭
কখন তুমি পৌঁছবে এসে কাটছে সময় প্রতীক্ষায়
ঝিরিঝিরি ঝরছে বারি বসে আছি বেঞ্চে ঠায়।
দুতিনটা বাস চলে গেল এখানে কেউ নামল না
বৃষ্টি যদি না থামে তো ফিরব বাড়ি এক ছাতায়।

১৫৫৮
এবার পাড়ি দিতে হবে সাগরপারের দূর দেশে
চরে নেমে বলে গেলাম তোমাকে আজ তাই এসে।
এই ছবিটাই রাখব এঁকে আমার মনের আরশিতে
হাসিমুখে বিদায় দিলে তবেই আমি যাই ভেসে।

১৫৫৯
আমার চোখে কাপড় বেঁধে নিয়ে এলে আজ কোথায়
কোথায় এলাম শুধু এটাই এখন এ মন দেখতে চায়।
এত সুন্দর দৃশ্যাবলি প্রকাশ করার নেই ভাষা
যা বলেছ ঠিক বলেছ তোমার কথায় দিলাম সায়।

১৫৬০
আর তো কিছুই চাই না আমি কেবলমাত্র তোমায় চাই
তুমি যখন না রও পাশে গ্রাস করে নেয় শূন্যতাই।
তোমায় যেদিন প্রথম দেখি সেদিন থেকেই এ মন স্থির
চঞ্চলতা একটুও নেই আমরা দুজন নাচ দেখাই।

© অজিত কুমার কর