রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৯২
১৫৬৫
এখনও যায় গ্রাম্যবধূ জলের জন্য দূরদেশে
কষ্ট আছে আনন্দও দলবেঁধে যায় দিনশেষে।
অত্যাবশ্যক পরিষেবা বাসস্থান আর পেয় জল
প্রতিশ্রুতিগুলো দেখি বানের জলে যায় ভেসে।
১৫৬৬
যেমন ঝিকিরমিকির করে পূর্ণিমাতে দিঘির জল
আমার হিয়াও উঠল নেচে বাজল যখন পায়ের মল।
সমীরণে আসছে ভেসে চিত্তাকর্ষক ঝিল্লিরব
কখন তুমি হাজির হবে দীর্ঘ লাগছে একটা পল।
১৫৬৭
শেষ বিকেলটা কাটাই আমি সাগরতটে দোলনাতে
কেমন লাগে এলেই বুঝবে লাগলে এ রং ওই গা'তে।
তুমি এলেই উঠব আমি নামবে রঙিন গোধূলি
সান্ধ্যভ্রমণ চলবে তখন বন্দি বাঁহাত ডান হাতে।
১৫৬৮
রূপসাগরে গা ভেজাতে জাগেই যদি সাধ আমার
লোকের কেন চোখ টাটাবে জাগে কেন হিংসা তার।
আমার ইচ্ছে করব পূরণ গুঁড়িয়ে দিয়ে সব বাধা
কল্লোলিনীর সাথে আমার সম্পর্ক যে মিত্রতার।
© অজিত কুমার কর