রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৯৪

১৫৭৩
কে পাঠাল শালুকপাতায় সাতসকালে লাল আবির
কেন বার্তা যায়নি কানে নূপুরপরা উর্বশীর।
যেই খুলেছি হাসির শব্দ সপ্ত রঙের বর্ণালি
অপরাধবোধ খাচ্ছে কুরে বিঁধছে যেন বক্ষে তীর।

১৫৭৪
লাখো লাখো পলাশ-শিমুল মন রাঙাতে অসফল
মনে হচ্ছে এটি ওদের লোক ঠকাবার বিশেষ ছল।
এদিকের পথ ভুলে গেছে প্রেমের বাতাস মৌসুমী
ঝরাপাতার কান্না শুনি গড়িয়ে পড়ে অশ্রুজল।

১৫৭৫
গান শুনিয়ে ঘুম ভাঙাল আজকে ভোরে যে পাখি
প্রশ্ন করল 'জানিস কি তুই জঙ্গলে কোথায় থাকি?'
'অনুসরণ কর আমাকে' বলেই পাখি ফুড়ুৎফাই
পিছু নিয়ে পৌঁছে গেলাম পথ দেখাল আজ সাকি।

১৫৭৬
বইটা পেয়েই পড়া শুরু পড়ছে আমার কবিতা
কার না ভালো লাগে দেখে রং ছড়াচ্ছে সবিতা।
এমন একনিষ্ঠ পাঠক যে পায় সে তো ভাগ্যবান
আনন্দ তাই বাঁধনহারা যায়নি আমার শ্রম বৃথা।

© অজিত কুমার কর